কলমাকান্দায় উপজেলা নদী রক্ষা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: বুধবার ১২ই অক্টোবর ২০২২ ০৫:২৩ অপরাহ্ন
কলমাকান্দায় উপজেলা নদী রক্ষা কমিটির সভা

নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সরকার নদীর নাব্যতা ও প্রাণ বৈচিত্র্য রক্ষায় নদী খননের উদ্যোগ নিয়েছে। দখল দূষণের হাত থেকে নদীকে বাঁচাতে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় বক্তারা এ সব কথা বলেন।


আজ (১২ই অক্টোবর) বুধবার দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদের উদ্যোগে হলরুমে উপজেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপ পরিচালক ড. খ ম কবিরুল ইসলাম। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (অবসরপ্রাপ্ত) মহা- পরিচালক ড. রেশাদ মোঃ একরাম আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ সোহেল মাহমুদ, কলমাকান্দা উপজেলা পরিষদ  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক তালুকদার।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফৌজদার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম বিশ্বাস, জেলা প্রেসক্লাব যুগ্ম সম্পাদক সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ফখরুল আলম খসরু প্রমুখ। এর আগে তারা ভারতের সীমান্তবর্তী মহাদেও নদী পরিদর্শন করেন।