ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা অক্টোবর ২০২২ ০৫:২৩ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে গেছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে গেছে। গত সোমবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া এলাকার কাজিয়ার মোড় গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে। 


স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে কাজিয়ার মোড় গ্রামের আজিজার রহমানের একটি ঘর, তার দুই ভাইয়ের দু'টি, বোনের একটি ও ছেলের একটি বাসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।


ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত আজিজার ও এরশাদুল হক বলেন, আগুনে তাদের নগদ ২০ হাজার টাকা সহ ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে। এতে সবমিলিয়ে আনুমানিক পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।


নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ইমন মিয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া এলাকার ইউপি সদস্য রফিকুল ইসলাম রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।