টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে একটি ট্রাকের পিছনে পরপর তিনটি বাস ধাক্কা খাওয়ার ঘটনায় আহত এক নারী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।
নিহত আমেনা আক্তার (৪৫) ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বাগুন্তা গ্রামের আব্দুল হামিদের স্ত্রী। এ ঘটনায় অপর আহত নারী হলেন একই উপজেলার দত্ত গ্রামের সোহেলের স্ত্রী রেখা (৩০)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক মহাসড়কের এলেঙ্গায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাকের পেছনে একে একে উত্তরবঙ্গগামী রাজদূত পরিবহন, এসআই এন্টারপ্রাইজ ও নওগাঁ ট্রাভেলসের তিনটি বাস ধাক্কা খায়। আহতদের মধ্যে দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেনা আক্তারের মৃত্যু হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহুরুল হক বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো রেকার দিয়ে সরিয়ে নেয়া হয়েছে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত নারীর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।