ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসে আয়োজিত সভায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসলাম হোসেন, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো, ইসমত আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা বাদল, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো.মনসুর হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা, জন প্রতিনিধিগন বক্তব্য দেন। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্য বিববাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধে এবং সরকারের উন্নয়ন মূলক কাজে সর্বাত্বক সহযোগিতা করার ব্যাপারে আলোচনা করা হয়।
আইন- শৃঙ্খলা সভায় বক্তারা বলেন, ছাত্র ছাত্রীর জীবনে একজন যোগ্য শিক্ষকের অসামান্য অবদান বিদ্যমান। একজন মানব শিশুকে জন্ম দেন তার পিতামাতা। আর সেই সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষক। এজন্যই বলা হয়ে থাকে শিক্ষক জাতি গঠনের কারিগর। কিন্তু গত বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৪র্থশ্রেণির ছাত্রী"ধর্ষণ ঘঠনায় গত বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) ওই ছাত্রীর মামা বাদী হয়ে সরাইল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
আজ আইন- শৃঙ্খলা সভায় শিক্ষকের বিষয়ে নিন্দা জানিয়েছেন উপস্থিত বক্তারা। সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল তিনি তার বক্তব্যে বলেন, ইতিমধ্যেই আমরা বিদ্যালয় পরিদর্শন করেছি। তিনি সভাকে জানান, শিক্ষক এর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভাগীয় তদন্তের উর্দ্ধতন কর্মকর্তার কাছে লিখিত পাঠিয়েছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।