ভূঞাপুরে পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: সোমবার ১৯শে সেপ্টেম্বর ২০২২ ০৭:৪৮ অপরাহ্ন
ভূঞাপুরে পোনা অবমুক্তকরণ

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাশয়, সরকারি, ব্যাক্তি মালিকানাধীন পুকুরে বিভিন্ন জাতের পোনা অবমুক্ত করা হয়।


 সোমবার( ১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা বিলে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।


 ভূঞাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইসরাত জাহান,উপজেলা কৃষি কর্মকর্তা ড. হুমায়ূন কবির,উপজেলা মৎস্য কর্মকর্তা এ.টি এম সামছুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।