নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বরিশালে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ১৭ই সেপ্টেম্বর ২০২২ ০৪:২৮ অপরাহ্ন
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বরিশালে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত

বরিশালে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বিভাগীয় সংলাপ, তৃণমূল পর্যায়ে অপরাজিতাদের সাথে সংসদ সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। 


শনিবার সকাল ১১ টায় নগরীর হোটেল গ্র্যান্ড পার্কের হলরুমে রূপান্তর উন্নয়ন সংস্থার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে অতিথি ছিলেন সংসদ সদস্য বরিশাল-২ আসন মোঃ শাহে আলম, সংসদ সদস্য সংরক্ষিত নারী আসনের সৈয়দ রুবীনা মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 


এছাড়াও উপস্থিত ছিলেন ঝালকাঠি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান সোনালী, রূপান্তর’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, বরিশাল মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী, আইসিডিএ এর উপদেষ্টা আনোয়ার জাহিদসহ আরও অনেক উপস্থিত ছিলেন। 


শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে তৃণমূল পর্যায়ে অপরাজিতাদের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।