খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১১ দোকানদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১২সেপ্টেম্বর ) রাত সাড়ে আটটার দিকে মাটিরাঙ্গা বাজারের মোবাইল মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব। অভিযানে ১১হাজার টাকা জরিমানা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে সব মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।
অভিযানে উপজেলা সদরে এলাকার যে সমস্ত দোকান সরকারি নির্দেশনা অমান্য করে যারা দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করেছেন তাদেরকে ১৮৬০ এর ১৮৮ ধারায় রাত ৮পর দোকান খোলা রাখার অপরাধে ১১জন দোকানদারকে ১হাজার টাকা করে সব মোট ১১হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।