গোয়ালন্দে বাস চাপায় ভ্যান চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৯শে আগস্ট ২০২২ ০৬:০৩ অপরাহ্ন
গোয়ালন্দে বাস চাপায় ভ্যান চালকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে বাস চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পদ্মার মোড় এলাকার

ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনাটি ঘটার পর পর উত্তেজিত জনতা ৩০ মিনিট ঢাকা -খুলনা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পরে স্থানীয় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং সড়কে ফের যানবাহন চলাচল শুরু করে দেয়।


নিহতের নাম মো. ফজের আলি (৪০)। সে উপজেলার চর দৌলতদিয়া হাচেন মোল্লার পাড়ার মো. জিন্নাত আলীর ছেলে। সে পেশায় ফল বিক্রি করেন। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।


প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্স ( ডি ডি) পরিবহন নামে একটি বাস তাকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মার মোড় নামক স্থানে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারা আরো বলেন, ভ্যানচালক মহাসড়ক দিয়ে গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিলো।


আহলাদীপুর হাইওয়ে থানায় উপপরিদর্শক মো. জিল্লুর রহমান জানান, দর্শনা থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স ঢাকা মেট্রো-ব-১৪- ৮১৪৩ নামের বাসটি গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় ভ্যান চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা ঘাতক বাস ও চালককে আটক করেছি। এ ঘটনায় পরবর্তী সকল আইনী প্রক্রিয়াধীন রয়েছে।