বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ৬ই সেপ্টেম্বর ২০২১ ০৬:১৬ অপরাহ্ন
বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিখোঁজের একদিন পর সোমবার দুপুরে আড়িয়াল খাঁ নদের শাখা পালরদী নদীর জেলার গৌরনদী উপজেলার টিকাসার এলাকা থেকে দুই বছরের শিশু হাবিবা খানমের লাশ উদ্ধার করা হয়েছে।


সে ওই গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের একমাত্র কন্যা। জানা গেছে, রবিবার দুপুরে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা ওই শিশু পরিবারের সবার অজান্তে খেলার ছলে নদীতে পরে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান মেলেনি। অবশেষে সোমবার দুপুরে নদীতে জেলেদের জাল ফেলে শিশু হাবিবার মৃতদেহ উদ্ধার করা হয়।


অপরদিকে সোমবার বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী নদীতে ডুবে তনয় দাস নামের চার বছরের এক শিশু মারা গেছে। মৃত তনয় দাস কলসকাঠী গ্রামের তপু দাসের পুত্র।