"মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রসাশনের আয়োজনে সোমবার (৮ আগস্ট) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল দোলন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের স্বচলনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার, শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা সানোয়ার হোসেন মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।