রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - চট্টগ্রাম
প্রকাশিত: রবিবার ২৪শে জুলাই ২০২২ ০৫:৪৯ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা সম্মেলন কক্ষে রোববার (২৪ জুলাই) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। 


মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের স্থানীয় মৎস্য সসম্প্রসারণ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ৩টি ক্ষেত্রে মাছচাষে সফলতার জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়। নার্সারীতে পোনামাছ উৎপাদনে লালানগরের সোলতান উদ্দিন আকবর, কার্প জাতীয় মাছের মিশ্রচাষে সরফভাটার মো. আজিম উদ্দিন এবং মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদনে রাঙ্গুনিয়া পৌরসভার মো. আবদুল আলীম এই পুরস্কার লাভ করেন। পুরস্কার হিসেবে তাদের সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়।