বদলগাছীতে ধান বোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ২৩শে মে ২০২৩ ০৭:২৬ অপরাহ্ন
বদলগাছীতে ধান বোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে ধান বোঝায় ট্রলি উল্টে গিয়ে আপেল মাহমুদ (২২) নামের এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় গাবনা মাতাজিহাট সড়করের ছোট কাবলা নামক মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক নওগাঁ সদর উপজেলার কিত্তিপুর গ্রামের আব্দুল কিয়ামতের ছেলে। তবে স্থানীয়রা জানান মৃত্যু আপেল মাহমুদ দির্ঘ ১৫ বছর ধরে গাবনা গ্রামের আব্দুল কালামের বাড়িতে কাজ করত।


জানা যায়, ধান বোঝায় পাওয়ার ট্রলি নিয়ে মাতাজিহাট থেকে গাবনা অভিমুখে যাওয়ার পথে ট্রলির চাকা পান্চার হয়ে ছোট কাবলা নামক মোড়ে সড়করের পাশে উল্টে যায় ওই পাওয়ার ট্রলি। এতে ঘটনাস্থলে ট্রলির নিচে চাপা পড়ে যাওয়ায় ট্রলির চালক আপেল মাহমুদ স্পটে মারা যায় । পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে, পুলিশ লাস উদ্ধার করে গাবনা গ্রামে তার স্বজনের কাছে হস্তান্তর করে।


এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধান বোঝায় ট্রলির চাকা পান্চার হয়ে ট্রলির নিচে চাপা পড়ে স্পটে মারা যান আপেল মাহমুদ। তবে স্বজনরা চাইলে আইনগত সহয়তা করা হবে।