হিলিতে উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ৮ই জুন ২০২২ ০৭:১৭ অপরাহ্ন
হিলিতে উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। 


এপর দিনব্যাপী কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশ গ্রহণে সাত (০৭) টি নদীর নামে গ্রুপের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক উপরে দলীয় উপস্থাপন এর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী।


আরও উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, হিলি স্থলবন্দর শ্রমিক প্রধান গোলাম মোর্শেদ, ১নং খট্রা-মাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওছার রহমান, ২নং বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, ৩নং আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ।