কেশবপুরে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনামূলক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
এস আর সাইদ - উপজেলা প্রতিনিধি , কেশবপুর যশোর
প্রকাশিত: শনিবার ২৮শে মে ২০২২ ০৫:৪৬ অপরাহ্ন
কেশবপুরে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনামূলক প্রশিক্ষণ

যশোরের কেশবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরিাধ, ইভটিজিং প্রতিরোধ ও কৈশরকালীন স্বাস্থ্য সচেতনামূলক প্রশিক্ষণ শনিবার ২৮ মে সকালে উপজেলার পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।


 প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহসান উল্লাহ সানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান।


 বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র চন্দ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ রোকাইয়া হোসেন পলি, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস।


 এসময় পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১ শত জন ছাত্রীর মাঝে স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।