ঢাকার সাভারে পৌরসভা এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে। বুধবার (১১ মে) দুপুরে সাভার পৌর এলাকায় নামাবাজারে দাগাআলীর বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতরা হলেন- সেলিনা (৬৫) বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় ও মিতু (২২) বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানায়।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়িতে রান্না করার সময় দাগা আলীর বাড়ি থেকে বিকট শব্দ হয়। পরে আশে পাশের লোকজন গিয়ে দেখে সেলিনা ও মিতু দুইজনেই মাটিতে পড়ে আছে। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা বলেন, তাদের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে৷ তাদেরকে প্রাথমিক চিকিৎসা আমাদের হাসপাতালে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার সেবা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে৷ যতটুকু শুনেছি বাসা-বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।