ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো 'গণিত একত্রিত করে'।
সোমবার (১৪ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় পরামানু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে এক আনন্দ র্যালি বের হয়ে প্রশাসনিক ভবন, ডায়ানা চত্বর ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে বিভাগের সামনে কেক কাটা হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের অধ্যাপক মোঃ মিজানুর রহমান, গণিত বিভাগের সভাপতি ড. মোঃ আনিছুর রহমান'সহ বিভাগের অনান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এবিষয়ে গণিত বিভাগের সভাপতি ড. মোঃ আনিছুর রহমান জানান, 'যেহেতু প্রতিটি ক্ষেত্রেই গণিতের ব্যবহার রয়েছে। ফলে গণিতকে সহজ করে তোলা এবং তা সর্বত্রে পৌছায়ে দেওয়া আন্তর্জাতিক গণিত দিবসে আমাদের লক্ষ্য।'
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।