শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুরে শিশু ও কিশোরা নিয়মিত টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় বাইসাইকেল প্রদান করা হয়েছে। বুধবার ১৬ ফেব্রুয়ারী আসরের নামাজের শেষে ইসলামপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর জামে মসজিদে ওই গ্রামের সন্তান ইতালি প্রবাসী ফারুক বেপারীর পক্ষ থেকে ৪ জনকে এ উপহার দেয়া হয়।
এ ছাড়া জামায়াতে নামাজ আদায় করার জন্য আরও ১৯ জন শিশু ও কিশোরদের নানা উপকরণ দেয়া হয়েছে। ব্যতিক্রম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুল বেপারী, নূর মোহাম্মদ মাদবর,শাহজাহান বেপারী, সুজন ঢালী, রুহুল আমিন বেপারী বেপারী, আব্দুল হাই বেপারী, জাকির হোসেন,ওমর হোসেন, রাইসুল ইসলাম, ফারুক মাদবর,খবির উদ্দিন, আব্দুল জব্বার প্রমুখ।
ইতালি প্রবাসী ফারুক বেপারী ফোনে বলেন, টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়ের জন্য মূলত এই প্রতিযোগিতার আয়োজন। এখনকার তরুণ প্রজন্ম মোবাইলে নানা খেলায় আসক্ত না হয়। মাদক ও অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে বিপথগামী না হয়। তাই এই আয়োজন করা হয়েছে ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।