শপথ শেষে গ্রেফতার ৪ ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে জানুয়ারী ২০২২ ০৫:৫৬ অপরাহ্ন
শপথ শেষে গ্রেফতার ৪ ইউপি চেয়ারম্যান

রাঙামাটি জেলার চার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে শপথ গ্রহণ শেষে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে শপথ নেওয়ার জন্য আসেন তারা। পরে শপথগ্রহণ শেষেই সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।


নবনির্বাচিত এই চার ইউপি চেয়ারম্যান নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।


রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছ্ছের হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৮ সালে উপজেলা পরিষদ চত্বরে গুলি করে হত্যা করা হয় শক্তিমান চাকমাকে। আমরা তাদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করেছি।’