ভোট গণনার সময় ব্যালট বাক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১১ই নভেম্বর ২০২১ ০৯:৩৪ অপরাহ্ন
ভোট গণনার সময় ব্যালট বাক্সে আগুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্সে আগুন দিয়ে সবগুলো ব্যালট পুড়িয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রটির ফলাফল স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জুলসুখা ইউনিয়নের ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে কাস্ট হওয়া ৭৭৪টি ভোটের সবগুলো ব্যালট পুড়ে ছাই হয়ে গেছে।


এ নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৫টার দিকে আটপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় একজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই ও আগুন ধরিয়ে দিলে ঘটনার সূত্রপাত হয়। এসময় প্রতিপক্ষের সমর্থকরা এগিয়ে এলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় কয়েকটি বাড়িতেও হামলা করে ভাংচুর চালানো হয়। পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। পরবর্তীতে আরও কয়েক রাউন্ড বুলেট ছুড়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


নৌকার প্রার্থী এডভোকেট রোকসানা আক্তার শিখা ও প্রতিপক্ষ একই দলের বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমদ (আনারস মার্কা) খেলু এ ঘটনায় একে-অপরকে দোষারোপ করেছেন।