‘জয় বাংলা’ বলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বীর মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ১লা নভেম্বর ২০২১ ০৬:৪৪ অপরাহ্ন
‘জয় বাংলা’ বলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বীর মুক্তিযোদ্ধা

রোববার সন্ধ্যা ৭টা। ইউনিয়ন পরিষদ নির্বাচ‌নে নৌকা প্রতীকের পথসভা চল‌ছিল। সভায় সভাপতিত্ব করছি‌লেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিলিটারি। নির্ধা‌রিত সময়ে সভাপতির বক্তব্য দি‌চ্ছি‌লেন তিনি। বক্ত‌ব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ব‌লেই মৃত্যুর কো‌লে ঢ‌লে পড়েন।


পথসভায় উপ‌স্থিত একা‌ধিক কর্মী সমর্থক জানান, বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেই বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিলিটারি দ্রুত ব‌সে প‌ড়েন। পাঁচ মিনিটের মধ্যেই তিনি হৃদরো‌গে আক্রান্ত হন এবং সেখা‌নেই মৃত্যুবরণ করেন। প‌রে সভায় উপ‌স্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যান। সেখা‌নে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।


প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা আবদুল মালেকের ছে‌লে কা‌দের হাসান জানান, বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মু‌ক্তি‌যোদ্ধা ছি‌লেন। আজন্ম বঙ্গবন্ধুর ভক্ত ছি‌লেন। বাংলা এবং বঙ্গবন্ধুর স্লোগান দি‌তে দি‌তেই তার মৃত্যু হ‌লো। 


আবেগে আপ্লুত কাদের হাসান আরও ব‌লেন, স্বপ্নেও ভাবিনি বাবার মুখে এটাই ছিলো আমাদের শোনার মতো শেষ কথা।


ওই পথসভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু আমার সংবাদকে বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি যে বক্তব্য রেখে গেছেন, তা অবশ্যই আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে।