গোয়ালন্দে মোবাইল কোর্ট পরিচালনায় ৭ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৯ই অক্টোবর ২০২১ ০৯:৫৩ অপরাহ্ন
গোয়ালন্দে মোবাইল কোর্ট পরিচালনায় ৭ জেলে আটক

ডিমওয়ালা ইলিশ ধরব না দেশের ক্ষতি করব না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (৪ অক্টোবর হতে ২২ অক্টোবর) পর্যন্ত ইলিশ আহরন হতে বিরত থাকার জন্য মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন ও সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট চালিয়ে কারেন্ট জাল জব্দ করা হয়েছে।


শনিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ কেজি জাটকা ইলিশ মাছ ও ৭ জেলেকে আটক করা হয়। 


উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জনান, মা ইলিশ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৭জন জেলের কাছ থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট।


মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইন-৬০এর ১৮৮ ধারা মোতাবেক অপরাধ করায় ৭ জেলের কাছ থেকে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ১৮ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ভস্মিভুত করা হয় ও ৫ কেজি জাটকা ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় দেয়া হয়। 


মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন ও এসআই নাজমুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।