দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হিলি কাস্টমসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা শাহাজোত আলী (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত কাস্টমস কর্মকর্তা ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার ৬ নং কাশিপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের সুলতান আলীর ছেলে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় ফুলবাড়ী রেলগেটে পাথর বোঝাই ট্রাকের নিচে পড়ে তার মৃত্যু হয়। তিনি পরিবার নিয়ে সৈয়দপুরে বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় কর্মস্থলের কাজ শেষে সৈয়দপুর পরিবারের কাছে যাওয়ার পথে একই মোটরসাইকেলে তিনজন আরোহীসহ হিলি কাস্টমস কর্মকর্তা ফুলবাড়ী ঢাকা মোড় পার হয়ে রেলগেটের নিকট স্পিড ব্রেকারের ওপর পাথর বোঝাই একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করলে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে তারা পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ঘাতক ট্রাক মোটরসাইকেল চালক কাস্টমস কর্মকর্তা হেলমেট পড়া অবস্থায় পাথর বোঝাই ট্রাকের পিছনের চাকায় স্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলে তিনি মারা যান। বাকি দুই জন সামন্য আহত হন, তাদের ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ট্রাক চালককে গ্রেপ্তারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। হিলি কাস্টমসের অভিযোগ পেলে আইনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।