জাজিরায় নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৫ই সেপ্টেম্বর ২০২১ ০৬:৩৩ অপরাহ্ন
জাজিরায় নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা  প্রদান

শরীয়তপুরের জাজিরা উপজেলায় কুন্ডেরচরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও বন্যা কবলিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ হতে  মানবিক সহায়তা  প্রদান করা হয়েছে। রবিবার দুপির সাড়ে ১২ টায় জাজিরা উপজেলায় কুন্ডেরচর এলাকায় এই সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।


এসময় আরো উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  এস এম আহসান হাবীব সহ স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ। 


জাজিরা কুন্ডেরচরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত  ১৪২টি পরিবারের প্রতিটি পরিবারের হাতে ২ হাজার টাকার চেক ও ২০ কেজি করে চালের বস্তা তুলে দেন দেওয়া হয়। সহায়তা বিতরণ শেষে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং  মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অভাবনীয় উদ্যোগ-আশ্রয়ন প্রকল্পে নদীগর্ভে বিলীন ঘরের অধিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ঘর দেওয়া হচ্ছে বলে জানান।