ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে টাঙ্গাইলে কৃষকের ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠিত হয়েছে। ঈদের তৃতীয়দিন সোমবার বিকালে মির্জাপুর উপজেলার গবড়া উত্তর পাড়ার আহ্লে হাদিস জামে মসজিদ মাঠে এ আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
এতে আয়োজন করা হয় গ্রামীণ খেলা কলাগাছ বেয়ে উঠা, রশি টানাটানি ও চোখ বেঁধে হাঁস ধরা এবং ফুটবল প্রতিযোগিতা।
ক্রীড়ামোদী আরিফ মোল্লা ও ওয়াজেদ মোল্লার সহযোগিতায় এই সুন্দর খেলাগুলি দেখতে গবড়া এলাকার আশেপাশের বৃদ্ধ, যুবক, শিশু ও কিশোররা ভিড় করেন। বিশেষ করে কলা গাছ বেয়ে উঠা প্রতিযোগিতা উপভোগ করেন স্থানীয়রা।
পিচ্ছিল কলাগাছে বেয়ে উঠা প্রতিযোগিতায় প্রথম হয়েছে ওমর মিয়া, দ্বিতীয় আসিফ ও তৃতীয় সিফাত। নবীন প্রবীনের ফুটবল খেলায় বিজয়ী প্রবীন দল ৩-১ গোলে হারিয়ে নবীন দলকে। রশি টানা প্রতিযোগিতায় বিজয়ী প্রবীন দল এবং চোখ বেঁধে হাঁস ধরা প্রতিযোগিতায় প্রথম হয়েছে তুহিন মিয়া।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গবড়া আহলে হাদিস জামে মসজিদের সভাপতি বাচ্চু মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ইফতেখারুল অনুপম, মহেড়া ইউনিয়নের সাবেক মেম্বার ও মহেড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর, সাংবাদিক মোজাম্মেল হক, আনিসুর রহমান খান, আব্দুল্লাহ আল নোমান এম কবীর, জাহিদ হাসান এবং শামীম আল মামুন।
আয়োজকরা জানান, এবারই প্রথম এ ধরনের আয়োজন করা হয়। এতে এলাকার সকল শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। মূলত করোনা ভাইরাসকে পিছনে ফেলে সুন্দর স্বাস্থ্য রক্ষা ও গ্রামীন খেলাধুলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।