আশাশুনিতে ভ্রাম্যমাণ আদলতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: বুধবার ৫ই মে ২০২১ ১০:১৮ পূর্বাহ্ন
আশাশুনিতে ভ্রাম্যমাণ আদলতে জরিমানা

আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ নেটপাটা দেওয়া ও মাস্ক না পরার অপরাধে ৪ জনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বড়দল ইউনিয়নে এ আদালত পরিচালনা করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁনের নেতৃত্বে বড়দল ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে খালে অবৈধ নেটপাটা দিয়ে মাছ চাষ করার অপরাধে জামালনগর গ্রামের ছহিল উদ্দিন গাজীর পুত্র আঃ গফুর, মৃত হাজুলাল মন্ডলের পুত্র রনজিৎ মন্ডল ও রবীন্দ্র নাথ সানার পুত্র ঋদ্দি রঞ্জন সানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।


পৃথক ভ্রাম্যমাণ আদালতে গোয়ালডাঙ্গা বাজারে অজেদ সরদারের পুত্র ব্যবসায়ী রবিউল ইসলামকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। দোকান নিজে মাস্ক ব্যবহার না করা ও দোকানে ভীড় করে মাস্ক পরিহিত নয় এমন খরিদ্দারের কাছে মাল বিক্রয় করার অপরাধে তাকে এ জরিমানা করা হয়। এসময় পিআইও সোহাগ খান, এসআই মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

#ইনিউজ৭১/জিয়া/২০২১