আটকৃত ভারতীয় একটি গরুর দৈনিক ব্যয় ৪৪৩ টাকা!

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু, জেলা প্রতিনিধি (লালমনিরহাট)
প্রকাশিত: সোমবার ৩রা মে ২০২১ ০২:২৮ অপরাহ্ন
আটকৃত ভারতীয় একটি গরুর দৈনিক ব্যয় ৪৪৩ টাকা!

লালমনিরহাটের পাটগ্রামে আটক হওয়া ভারতীয় ৩২টি গরু ৪৯ দিন লালন-পালনে ব্যয় দেখা হয়েছে ৬ লক্ষ ৯৫ হাজার টাকা। এতে প্রতি গরু লালন-পালনে প্রতিদিন ব্যয় ধরা হয়েছে ৪ শত ৪৩ টাকা।


একটি গরু লালন-পালনে প্রতিদিন ৪ শত ৪৩ টাকা ব্যয় হয়েছে এমন আজব বিল ভাউচার নিয়ে নানা প্রশ্ন তুলেছেন গরুখামারীরা। অভিযোগ উঠেছে, সরকারী টাকা আতসাত করতেই এমন বিল ভাউচার তৈরী করা হয়েছে। এ ছাড়া ওই গরু গুলো নিলামে বিক্রিতেও অনিয়মের অভিযোগ উঠেছে নিলাম কমিটি’র বিরুদ্ধে। 



সুত্র জানায়, ওই উপজেলার দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র গত ১১ মার্চ ভারতীয় ৩৩টি গরু আটক করেন। গরু গুলো নিয়ে আদালতের সিদ্ধান্ত পেতে কালক্ষেপন হওয়ায় ওই গরু গুলো লালন-পালনের দায়িত্ব দেয়া হয় দহগ্রাম ইউনিয়ন পরিষদকে। গরু গুলো পালনে দায়িত্ব অবহেলার ফলে ১ টি গরু মারাও যায়।


৪৯ দিন পর আদালতের অনুমুতি ক্রমে গত ২৭ এপ্রিল গরু গুলো প্রকাশ্য নিলামে ২৫ লক্ষ টাকা ধরে বিক্রি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বম্মর্ণের নেতৃত্বে নিলাম কমিটি। এ নিলামকে কেন্দ্র করে ওই দিন দহগ্রাম ইউনিয়ন পরিষদে গরু ব্যবসায়ীদের মধ্যে সংর্ঘষও বাঁধে।


এ ছাড়া নিলামেও অনিয়মের অভিযোগ উঠেছে নিলাম কমিটি’র বিরুদ্ধে। সাধারণ গরু ব্যবসায়ীদের নিলামে অংশ গ্রহনের সুযোগ না দিয়ে তাড়াহুড়া করে নিলাম শেষে ইউনিয়ন পরিষদ ত্যাগ করেন নিলাম কমিটি’র সদস্যবৃন্দ। যা নিয়ে সাধারণ গরু ব্যবয়াসীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ দিকে ওই গরু গুলোকে৪৯দিন। 


লালন-পালনের জন্য দহগ্রাম ইউনিয়ন পরিষদ ৬ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয় দেখিয়ে বিল ভাইচার নিলাম কমিটি’র কাছে অনুমোদন নিয়েছেন। যাতে প্রতিটি গরুর পিছনে প্রতিদিন ব্যয় দেখানো হয়েছে ৪ শত ৪৩ টাকা। ওই বিল ভাউচার মতে একটি গরু প্রতিদিন ২ শত ২২ টাকার শুধু খাদ্যই খেয়েছেন এবং অন্যন্য ব্যয় দেখানো হয়েছে ৩ লক্ষ ৪৬ হাজার টাকা।


যা কোনো ভাবেই বিশ্বাস যোগ্য নয় এমন দাবী স্থানীয় গরু খামারীদের। কয়েকজন খামারী জানান, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শ্রমিক সব মিলে প্রতি দিন একটি গরুর পিছনের ২ শত টাকাও ব্যয় হবে না সেখানে কি ভাবে ৪ শত ৪৩ টাকা হয় ? সঠিক ভাবে লালন পালন না করায় একটি গরু মারা গেছে সেহেতু ওই গরু গুলোর পিছনে পরিমান মত ব্যয় করা হয়নি। 


অভিযোগ উঠেছে, সরকারী টাকা আত্মসাত করতেই এমন বিল ভাউচার তৈরী করে অনুমোদন নেয়া হয়েছে। যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এ অনিয়মের সাথে একটি সিন্ডিকেট জড়িত এমন অভিযোগ রয়েছে। 


দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বলেন, আমি শুধু খাদ্য সরবরাহ করেছি। এতে ৪৯ দিনে ৩ লক্ষ ৪৯ হাজার টাকার খাদ্য গিয়েছে। বাকি ব্যয়ের সাথে আমি জড়িত নই। পাটগ্রাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র বলেন, প্রতিটি গরুর পিছনে প্রতি দিন ৪ শত ৪৩ টাকা ব্যয়ে হয়েছে এটা অতিরিক্ত  নয়। সকল নিময় মেনেই ব্যয় হয়েছে। 


পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিলাম কমিটি’র সভাপতি রামকৃষ্ণ বর্ম্মণ বলেন, গরু গুলো ২৫ লক্ষ টাকায় প্রকাশ্য নিলামে বিক্রি হয়েছে। ওই গরু গুলো লালন পালন বাবদ ব্যয় ধরা হয়েছে ৬ লক্ষ ৯৫ হাজার টাকা। ব্যয় অতিরিক্ত ধরা হয়েছে কি না তা আমি বলতে পারবো না। প্রাণী সম্পদ কর্মকর্তাই ভালো বলতে পাবেন।


#ইনিউজ৭১/জিয়া/২০২১