পঞ্চগড়ে নেসকোর ভুলে প্রাণ গেল শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - পঞ্চগড়
প্রকাশিত: শনিবার ১লা মে ২০২১ ০৪:১২ অপরাহ্ন
পঞ্চগড়ে নেসকোর ভুলে প্রাণ গেল শ্রমিকের

পঞ্চগড়ের সদর উপজেলায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো)র ভুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুসা (২৬) নামে এক শ্রমিক  নিহত হয়েছে৷ 



শনিবার (১ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর ইউনিয়নের দেওয়ানহাট এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত মুসা ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকার জনি ইসলামের ছেলে। 

 

জানা যায়, পঞ্চগড়ের নেসকোর অধিনের পঞ্চগড়-জগদল ও  পঞ্চগড়- ভজনপুর দুটি বৈদ্যুতিক লাইনে ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে লাইন দুটির মেরামতের কাজ চলছিল ৷ এসময় পঞ্চগড়- ভজনপুর লাইনের মেরামতের কাজ সম্পন্ন হলে পরে নেসকোর কন্টোল রুমে  সুইচ বোর্ড অপারেটর (এসবিও) মাহবুব ও নিশাদকে পঞ্চগড়-ভজনপুর লাইনটি চালু জন্য নির্দেশ দেয়া হলে তারা ভুল করে পঞ্চগড়-জগদল লাইটি চালু করে । এসময় সদর ইউনিয়নের দেওয়ানহাট এলাকায় লাইনম্যান মোশারফ ও জনি ও তাদের সাথে থাকা শিক্ষানবিশ শ্রমিক মুসাসহ তিনজনে লাইন মেড়ামতের কাজ করছিল।


এসময় কাজ করার সময় মুসা নামে ওই শ্রমিক ১১ হাজার কেবি লাইনে বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎয়ায়িত হয়ে আহত হয় পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি কর্রলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ বিদুৎপৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 


#ইনিউজ৭১/জিয়া/২০২১