বাগেরহাটে চাষীদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
শামীম আহসান মল্লিক, উপজেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: বুধবার ২১শে এপ্রিল ২০২১ ১০:৪২ পূর্বাহ্ন
বাগেরহাটে চাষীদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাগেরহাটের ফকিরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ফকিরহাট উপজেলা কৃষি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জি. এম এ গফুর।



উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাতের সভাপতিত্বে খরিপ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধিও লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন,

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শফিকুল ইসলাম, খুলনা অ লের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপ-পরিচলাক মো: হাসান ওয়ারেসুল কবীর, অতিরিক্ত উপ-পরিচলক(শস্য) মো: আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত প্রমুখ।


অনুষ্ঠানে ১৭০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ৩০ কেজি করে সার ও ৫ কেজি  জাতের বীজ বিতরণ করা হয়।


#ইনিউজ৭১/জিয়া/২০২১