পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পাম ওয়েল বিক্রি করায় মেসার্স প্যারেন্টস্ অয়েল এন্টার প্রাইজ নামে এক প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার মাঝগ্রাম ফকির পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
এদিকে অভিযান সূত্রে জানা যায়, মেসার্স প্যারেন্টস্ অয়েল এন্টার প্রাইজ নামে এই প্রতিষ্ঠান "চমক" নামে পাম ওয়েল বোতলজাত করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিলো।
খবর পেয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে তাদের ভোক্তা অধিকার আইনে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।