প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১৯:৪৫
হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরদুর্গাপুর এলাকার মেম্বার পদপ্রার্থী ওহাব আলী গোলদার তালা এবং নোমান হোসেন সরদার ফুটবল গ্রুপের মধ্যে ইফতার খাওয়া নিয়ে সংঘর্ষে ১৪ জন আহত।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃতি সন্তান মো. ওয়ালিদ হোসেন সম্প্রতি পুলিশের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি পেয়েছেন। তার দীর্ঘ নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তিনি পূর্ণাঙ্গ ডিআইজি (উপমহাপরিদর্শক) হিসেবে নিযুক্ত হয়েছেন। মো. ওয়ালিদ হোসেন দীর্ঘদিন ধরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের কারণে পুলিশ প্রশাসন তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করেছে। স্বরাষ্ট্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে শান্তিশৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত করার লক্ষ্যে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই ব্যাপক রদবদল কার্যকর করা হয়। পদায়ন হওয়া ৬৪ জন জেলার পুলিশ সুপারের মধ্যে চারজন নারী কর্মকর্তা রয়েছেন। তবে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় অর্ধমাস ধরে বন্ধ রয়েছে বিনামূল্যের জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রম। ফলে কুকুর বা বিড়ালের কামড়ে আহত রোগীরা সরকারি হাসপাতালে গিয়ে সেবা না পেয়ে বাধ্য হচ্ছেন অতিরিক্ত টাকা খরচ করে ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনতে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে সরকারি ভ্যাকসিন সরবরাহ না থাকায় এ সেবা বন্ধ রয়েছে। এ সময়ের মধ্যে অন্তত ১২৩ জন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন আলোচিত রাজনীতিক ও গবেষক ড. ফয়জুল হক। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে একটি পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট খান হাফিজুর রহমান তার মনোনয়ন ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এবিএম আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবদুর হাই,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ফ্যাসিস্ট ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে এখন থেকে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি বলেন—“ঢাকা বা খাগড়াছড়ি—কোথাও ফ্যাসিস্টদের আর জায়গা হবে না।” বুধবার (২৭ নভেম্বর ২০২৫) খাগড়াছড়ি আরামবাগ বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ভিপি কায়েম বলেন, পাহাড়ের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব গড়ে তুলবে। চাঁদাবাজি,