প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১৯:৪৫
হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরদুর্গাপুর এলাকার মেম্বার পদপ্রার্থী ওহাব আলী গোলদার তালা এবং নোমান হোসেন সরদার ফুটবল গ্রুপের মধ্যে ইফতার খাওয়া নিয়ে সংঘর্ষে ১৪ জন আহত।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি গিয়াস উদ্দিন টিটু (৫৫), যিনি উপজেলার কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি একই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেকের বাড়ির মৃত আফাক মিয়ার ছেলে। সেনবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁনপুর হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজারের টেকনাফে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয়ের প্রথম প্রহরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক, সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পৃথকভাবে নানা কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিল সকল সরকারি, আধা-সরকারি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দুই গরু চোরকে স্থানীয়রা আটক করে পুলিশে হস্তান্তর করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া মাংস বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর লালগোলা গ্রামের মো. মিলন মোল্লা (৩৮) এবং দুলাল মিয়া (৪২)। স্থানীয়রা জানিয়েছেন, তারা মাংস বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা গরুচুরির কথা স্বীকার করে।
পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে রিকশাচালকসহ পাঁচটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে তালতলা এলাকার নুরু ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নুরু ঢালীর মালিকানাধীন টিনশেড চারটি বসতঘরে প্রথমে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সড়ক পরিবহন আইন অমান্য করে নিয়মিত অতিরিক্ত মালামাল বোঝাই পণ্যবাহী ট্রাক চলাচলের অভিযোগ উঠেছে। উপজেলার চত্বর মাঠ প্রাঙ্গণে অবস্থিত ওজন নির্ধারণ কেন্দ্র (ওয়েটস্কেল) দিয়ে প্রতিনিয়ত ২২ টনের বেশি, প্রায় ৩০ থেকে ৩৪ টন পর্যন্ত বোঝাই পণ্যবাহী ট্রাক টাকার বিনিময়ে পার হওয়ার সুযোগ পাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)