নেছারাবাদে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
মোঃ হাবিবুল্লাহ মিঠূ, উপজেলা প্রতিনিধি নেছারবাদ- পিরোজপুর
প্রকাশিত: শনিবার ১৭ই এপ্রিল ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ন
নেছারাবাদে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

নেছারাবাদে উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে নারী ও শিশু রোগীর সংখ্যা।


ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে জায়গা না পেয়ে রোগীরা বারান্দায় ফ্লোরে বসে চিকিৎসা নিচ্ছেন। গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হাসপাতালে থেকে ১৭৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্য নারী ও শিশু রোগীর সংখ্যা বেশি।


হাসপাতালের আবাসিক ডাক্তার আসাদুজ্জামান জানান, প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত আইভি স্যালাইনের ব্যবস্থা রয়েছে।   


উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ কিবরিয়া জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৫ জন রোগী। চিকিৎসাধীন রয়েছেন ৪৫ জন রোগী। গত এক সপ্তাহে গড়ে ২৫ জন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোট ১৭৫ জন চিকিৎসা নিয়েছেন।


রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের বেডে জায়গা সংকুলান হচ্ছে না। তাই রোগীদের ওয়ার্ডের বারান্দায় দিতে হচ্ছে। তবে হাসপাতালে চিকিৎসার কোন সমস্যা হচ্ছেনা।


#ইনিউজ৭১/জিয়া/২০২১