কুয়াকাটায় নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১৩ই জুন ২০২২ ১০:১৩ অপরাহ্ন
কুয়াকাটায় নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক

পটুয়াখালীর কুয়াকাটার  পর্যটন খ্যাত ইউনিয়ন লতাচাপলীতে আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রচার প্রচারণা। আজ সোমবার রাত আটটায় শেয হচ্ছে প্রচারণা। প্রচার প্রচারণার শেষ দিন সোমবার বিকাল ৪ টায় আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র প্রাঙ্গনে নৌকা মার্কার সমর্থনে এক উঠান বৈঠকের আয়োজন করে লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ । নৌকা প্রতীকের সমর্থনে আনছার উদ্দিন মোল্লার উঠান বৈঠকে হাজার হাজার মানুষের ঢল নামে। উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত হয়। 


ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নান, উপজেলা আওয়ামী  মহিলা লীগের সভানেত্রী ফাতেমা আকতার রেখা, উপজেলা আওয়ামী লীগের  সহ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, নৌকা মার্কার প্রার্থী আনছার উদ্দিন মোল্লা প্রমুখ।  উঠান বৈঠকে জেলা,উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


উঠান বৈঠকে বক্তারা বলেন, পর্যটন নগরী কুয়াকাটা, পদ্মাসেতু, পায়রা সেতু, পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ প্রকল্প, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন, ঢাকা- কুয়াকাটা সড়ক যোগাযোগ ব্যবস্থা সহ অভাবনীয় উন্নয়ন কাজ করার মধ্যদিয়ে কুয়াকাটা তথা দক্ষিনাঞ্চলবাসীর জীবন চিত্র পাল্টে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দক্ষিনাঞ্চলের মানুষকে ভালোবাসেন বলেই এখানকার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে।  


বক্তারা আরও বলেন, নৌকায় ভোট না দিলে লতাচাপলী ইউনিয়নের উন্নয়ন কাজ থমকে যাবে।  তাই তারা  নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য  আহবান জানান সকলকে। এসময় উপস্থিত জনতা হাত জাগিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার ওয়াদা করেন।


উল্লেখ্য: লতাচাপলীী ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৭ হাজার ৩৭ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ৮ হাজার ৬শত ৭৫জন।