কাউখালীতে মুসল্লিদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: শুক্রবার ১০ই জুন ২০২২ ০৮:২৯ অপরাহ্ন
কাউখালীতে মুসল্লিদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতা কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে পিরোজপুরে কাউখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


জুমার নামাজ শেষে কাউখালী উপজেলা শহরের সকল মসজিদের মুসল্লিরা মিছিল সহকারে শহরের দক্ষিণ বাজার কেন্দ্রীয় বড় মসজিদ থেকে একত্রিত হয়ে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করে ।


 মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা টেম্পুস্টান মোড়ে এর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক, মুফতি রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ রুবেল রিয়াজি। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।


পরের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।