সহিসংতার ঘটনায় ৪ হেফাজত নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১২ই এপ্রিল ২০২১ ০৫:৫৫ পূর্বাহ্ন
সহিসংতার ঘটনায় ৪ হেফাজত নেতা গ্রেফতার

হেফাজতে ইসলামের নেতা মামুনুলকে নারীসহ আটকের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামিসহ চার জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।


গ্রেফতাররা হলেন- প্রধান আসামি হেফাজত নেতা মাওলানা ইকবাল, শাহজাহান শিবলী, মাওলানা মহিউদ্দিন ও মো. মোয়াজ্জেম।সোমবার (১২ এপ্রিল) সকালে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামি মাওলানা ইকবালসহ চার জনকে রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর জুরাইন এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-১১ এর একটি দল। গ্রেফতারকৃতরা মামলার এজাহারভুক্ত ১, ২, ৪ ও ৬ নম্বর আসামি।’


তিনি আরও বলেন, ‘গ্রেফতারদের মধ্যে মাওলানা ইকবাল ও মহিউদ্দিন হেফাজতের অন্যতম শীর্ষ নেতা।’ গ্রেফতার চার জনকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।


#ইনিউজ৭১/তুষার/২০২১