লালমনিরহাটে ছাত্রলীগ-আওয়ামী লীগের- সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু,নিজস্ব প্রতিনিধি হাতিবান্ধা (লালমনিরহাট)
প্রকাশিত: শনিবার ১০ই এপ্রিল ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ন
লালমনিরহাটে ছাত্রলীগ-আওয়ামী লীগের- সংঘর্ষ, আহত ৮

লালমনিরহাটে ছাত্রলীগের সভাপতির নামে থানায় মামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। শহর জুড়ে আওয়ামীলীগ ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থান নিয়েছে।


শনিবার (১০ এপ্রিল) দুপুরে লালমনিরহাট শহরের গোসলা বাজার এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’


এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে আগামী সোমবার লালমনিরহাটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জেলা ছাত্রলীগ।


গত শুক্রবার (৯ এপ্রিল) রাত ৮টায় জেলা ছাত্রলীগ অফিসে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন লালমনিরহাট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু।