বাগেরহাটে লকডাউনের প্রথম দিনে সরকারের ১৮ দফা নির্দেশনা অনুযায়ী জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হচ্ছে। সোমবার থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে টহল জোরদার করা হয়েছে।
একই সাথে করোনা সচেতনতায় লিফলেট ও মাস্ক বিতরণ করা হচ্ছে। একই সাথে শহরে জেলা সদরে তিন জনকে ১২শ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে বিধি লংঘনকারীদের কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হচ্ছে।
জেলায় জরুরী খাদ্যসামগ্রী সরবরাহ ও চিকিৎসা ছাড়া কোন যানবাহন চলছে না। এছাড়া সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, দিনরাতে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।