করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে মাস্ক বিতরণসহ নানা সচেতনতা কর্মসূচি পালিত
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বছর পেরিয়ে সম্প্রতি আবারও বাড়ছে আক্রান্তের হার। এ অবস্থায় মানুষের মাস্ক পরা নিশ্চিত ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে আবারও মাঠে নামছেন পুলিশ সদস্যরা।
‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার (২১ মার্চ) দুপুরে বরগুনা প্রেসক্লাব চত্বরে সদর থানার আয়োজনে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর). সর্কেল মো. মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম তরিকুল ইসলাম, ডিবির ওসি মো.আবুল বাশার,সদর থানার(ওসি)তদন্ত মো. শহিদুল ইসলাম।
পুলিশ কর্মকর্তারা করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন। এসময় যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।