শিক্ষাপ্রতিষ্ঠান চালুকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৬ই মার্চ ২০২১ ০৩:২৬ অপরাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠান চালুকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে কোভিড-১৯ পরবর্তীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান চালুকরণ ও লেখা পড়ার মানোন্নয়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উক্ত মতবিনিময় সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী সাহেব।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. গাজী গোলাম মাওলা, হাতিয়া উপজেলা চেয়ারম্যান জনাব মাহবুব মোর্শেদ, চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর হোসাইন কবির, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের প্রদান জনাব মোঃ মুজিবুর রহমান, সরকারি টিটি কলেজ, চট্টগ্রামের শিক্ষক প্রশিক্ষক জনাব শামসুদ্দীন শিশির,  হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, হাটহাজারি সরকারি কলেজ, চট্টগ্রামের প্রভাষক তসলিম মুহাম্মদ। 



সভায় আরো বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ ইউসুফ, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি জনাব মাওলানা ইদ্রিস। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব এ.কে.এম. আমির হোসেন।


হাতিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তারা বলেন, হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এ দ্বীপের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র। দীর্ঘদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রেণি কার্যক্রম শুরুর পূর্বেই অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। বেসরকারি শিক্ষকদের দ্বীপভাতা প্রদানের দাবীও উপস্থাপন করা হয়। এ বিষয়ে উপস্থিত অতিথিবৃন্দ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


সভায় হাতিয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহ-প্রধান, সুপার, সহ-সুপার ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।