বনের ভেতরে গড়ে উঠা ১৮ কয়লার চুল্লি ধবংস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২রা জানুয়ারী ২০২১ ০৩:১১ অপরাহ্ন
বনের ভেতরে গড়ে উঠা ১৮ কয়লার চুল্লি ধবংস

টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতরে গড়ে উঠা ১৮টি অবৈধ কয়লার চুল্লি ধবংস করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় চুল্লি পরিচালনার অভিযোগে বেল্লাল হোসেন নামে এক ব্যাক্তির ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বাঁশতৈল দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।

জানা যায়, ওই এলাকায় বনের ভেতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠা কয়লার চুল্লিতে বনের কাঠ কেটে কয়লা উৎপাদন চলে আসছে। এতে হুমকিতে পড়েছে ওই এলাকর পরিবশে এবং ছড়িয়ে পড়ছে ঠান্ডা কাশিসহ বিভিন্ন রোগ। খবর পেয়ে শনিবার বিকালে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ১৮টি কয়লার চুল্লি ধবংস ও চুল্লির মালিক বাঁশতৈল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বেল্লাল হোসেনে নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।