প্রকাশ: ৫ জানুয়ারি ২০২০, ১৬:৪৭
শুরু হয়েছে ইংরেজি সাল। বছরজুড়ে নিজেদের জীবন ও ঈমানের হেফাজতে আল্লাহর কাছে ধরণা ধরার বিকল্প নেই। তাই নতুন বছরের শুরুতে নিজেদের ঈমান ও ইসলামের নিরাপত্তার পাশাপাশি জীবনের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির দোয়া করা যেমন জরুরি তেমনি জিন ও মানুষ শয়তানের আক্রমণ থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বেশি বেশি রোনাজারি করা। দোয়াটি হলো-
اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ، وَالإِسْلامِ ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ
আবার এ দোয়াটি পড়া যেতে পারে-
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নতুন বছরের শুরুতেই এ দোয়াগুলোর মাধ্যমে বছরব্যাপী সাহায্য প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।
ইনিউজ ৭১/এম.আর