
প্রকাশ: ১ জানুয়ারি ২০২০, ১৬:৩

মুমিন মুসলমানের একান্ত চাওয়া হলো- সহজ সরল পথ। যে পথের ওপর অটল ও অবিচল থাকার জন্য কুরআন-সুন্নায় অনেক নসিহত করা হয়েছে। যারা সিরাতাল মুসতাক্বিমের ওপর অটল ও অবিচল থাকবে তারা দুনিয়াতে যেমন পাবে ঈমানের স্বাদ তেমনি তাদের জন্য মৃত্যুর সময় ঈমানি মৃত্যুও সুনিশ্চিত। দুনিয়ায় মানুষের ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ, ঈমানি মৃত্যু লাভ এবং পরকালের মুক্তির জন্য আল্লাহ তাআলার রহমতের বিকল্প নেই। তাই কুরআন-সুন্নাহভিত্তিক জীবন পরিচালনার পাশাপাশি নির্জনে আল্লাহর কাছে ধরণা দেয়া একান্ত জরুরি।
ঈমানি জীবন ও মৃত্যু লাভের মাধ্যমে পরকালের শান্তি পেতে আল্লাহর কাছে এভাবে ধরণা ধরি-

ইনিউজ ৭১/এম.আর