প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯, ১৬:৫১
হজের পরপরই শুরু হয়েছে ওমরাহ ভিসা। চলতি হজ মৌসুমের পর গত চার মাসে ২২ লাখ ওমরাহ হজ ভিসা ইস্যু করেছে সৌদি হজ কর্তৃপক্ষ। তবে বাংলাদেশিরা ওমরা ভিসা পেয়েছে অনেক দেরিতে। সৌদি গেজেটের তথ্য মতে গত ২২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ওমরাহ সম্পন্ন করেছে ৬১ হাজার হাজি।
সৌদি হজ মন্ত্রণালয় ঘোষণা করেছে, হজের মৌসুম অতিবাহিত হয়েছে প্রায় ৪ মাস। এ চার মাসে ২২ লাখ ওমরাহ হজের ভিসা প্রদান করেছে দেশটি। সর্বোচ্চ সংখ্যক পাকিস্তান থেকে সাড়ে ৪ লাখ ওমরাহ পালনকারী হজ সম্পন্ন করেছেন। সৌদি হজ মন্ত্রণালয় থেকে প্রকাশিত পরিসংখ্যানের তথ্য মতে, ’১৭ লাখ ৮২ হাজার ওমরাহ হজযাত্রী সৌদি আরবে পৌছেছেন। আর ১৩ লাখ ৭৪ হাজার হাজি ওমরাহ হজ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরে গেছেন।
ইনিউজ৭১/জিয়া