প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ১৭:২২
প্রত্যেক ভালো কাজেরই রয়েছে উত্তম প্রতিদান। আল্লাহ তাআলা মানুষকে উত্তম প্রতিদান দেয়ার ব্যাপারে ঈমান গ্রহণ করাকে শর্ত করেছেন। মানুষের সব ভালো আমল বা কাজ তখনই উত্তম প্রতিদান লাভ করবে, যখন আমলকারী হবে পরিপূর্ণ ঈমানদার। মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, কেউ কারো উপকার করলে কিংবা কেউ ভালো কাজে এগিয়ে আসলে তার জন্য হাদিসে দোয়ার নির্দেশনা রয়েছে।
ভালো কাজ করা ব্যক্তি যদি অমুসলিম হয় তবে তার জন্যও রয়েছে ছোট্ট একটি দোয়া। আর তাহলো-
ইনিউজ ৭১/এম.আর