ঈমান গ্রহণের পর মানুষের ওপর প্রথম হুকুমই হলো নামাজ আদায় করা। আর প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ জামাআতে আদায় করা আবশ্যক। যাদের জন্য জামাআতে নামাজ আদায় করা আবশ্যক। তারা হলো-
> প্রাপ্ত বয়স্ক
> পুরুষের জন্য
> জ্ঞানবান
সর্বোপরি যে সব ব্যক্তির কোনো ওজর বা আপত্তি রয়েছে, তারা জামাআত ছাড়াই নামাজ আদায় করতে পারবে। ওজর আপত্তি না থাকলে জামাআতে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা সুস্থ, জ্ঞানবান, প্রাপ্তবয়স্ক বিপদমুক্ত মানুষকে জামাআতে নামাজ পড়ে ওয়াজিব আদায় করার তাওফিক দান করুন। আমিন।
ইনিউজ ৭১/এম.আর