রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সীমান্তবর্তী দূর্গমচরাঞ্চল মজলিসপুর গ্রামে এসি আই সীড কর্তৃক বাজারজাতকৃত সারা বছর চাষযোগ্য হাইব্রিড মিষ্টি কুমড়া "সুইট স্পট" এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় মজলিশপুর মাঠে এসি আই কোম্পানির আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এর আগে এসি আই সীড কোম্পানির রোপণকৃত "সুইট স্পট" জাতের মিষ্টি কুমড়ার মাঠ পরিদর্শন করেন কোম্পানীর কর্মকর্তাগণ।
মাঠ দিবসে এদিন প্রায় ২০০ জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন এবং নতুন জাতের বৈশিষ্ট্য ও উৎপাদনশীলতা সরাসরি পর্যবেক্ষণ করেন।
বক্তারা বলেন, আকর্ষণীয় রঙ, উচ্চ উৎপাদনশীলতা এবং বাম্পার ফলনের কারণে এই জাতটি স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এসময় স্থানীয় কৃষক ফুল চাঁদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সীড কোম্পানীর জোনাল সেলস ম্যানেজার মো: আনোয়ার হোসেন, রাজবাড়ী জেলা মার্কেটিং অফিসার মো. আল আমিন, ব্রান্ড প্রোমোটার অমৃত, গোয়ালন্দ বাজার আদ-দ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও এসি আই সীডের ডিলার মোহাম্মদ হুমায়ুন আহমেদ, রাজবাড়ী বহরপুর উপজেলার বীজ ব্যবসায়ী মোঃ সুমন হোসেন প্রমুখ।
মাঠ দিবস সম্পর্কে এসি আই সীড কোম্পানীর জোনাল সেলস ম্যানেজার মো. আনোয়ার হোসেন বলেন, সুইট স্পট মিষ্টি কুমড়ার আকর্ষণীয় বৈশিষ্ট্য ও বাম্পার ফলন কৃষকদের অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করি, এই জাতটি কৃষকদের জন্য একটি লাভজনক ফসল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।