নবাবগঞ্জে ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এম সাজেদুল ইসলাম সাগর প্রতিনিধি নবাবগঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২৫ ০৭:১৪ অপরাহ্ন
নবাবগঞ্জে ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ কর্মশালা অনুষ্ঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় দাউদপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব।


কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মজিবুল ইসলাম মন্ডল, দাউদপুর কারিগরি মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ মোফাখ্খারুল ইসলাম চৌধুরী এবং দাউদপুর ফুটবল একাডেমির প্রতিনিধি মোঃ কবীর হোসেন।


কর্মশালার প্রধান অতিথি দীপক কুমার বণিক বলেন, “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই কর্মশালা একটি প্রশংসনীয় উদ্যোগ। তরুণরা তাদের শক্তি, মেধা ও সাহসিকতা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। বৈষম্য দূরীকরণে তরুণদের ভূমিকা অতুলনীয়। তাদের প্রচেষ্টায় একদিন বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”


সভাপতি মোঃ আহসান হাবীব তাঁর বক্তব্যে বলেন, “তরুণরা দেশের ভবিষ্যৎ। বৈষম্যমুক্ত এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। এই কর্মশালা তরুণ প্রজন্মকে সেই আদর্শিক ভবিষ্যৎ গঠনের পথে অগ্রসর হতে অনুপ্রাণিত করবে।”


কর্মশালার সঞ্চালক মোঃ মাজহারুল ইসলাম কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “তরুণ প্রজন্মের মেধা, মনন এবং উৎসাহের সমন্বয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন সম্ভব।”


কর্মশালায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সমাজসেবী, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই তরুণ প্রজন্মের উদ্যম এবং সাহসিকতাকে উৎসাহিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই কর্মশালা তরুণদের নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার ব্যাপারে অনুপ্রাণিত করেছে। অংশগ্রহণকারীরা তাদের চিন্তা ও মতামত শেয়ার করার সুযোগ পেয়ে আনন্দিত।


আয়োজক দাউদপুর ইউনিয়ন পরিষদ জানান, এই ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে তাদের ভূমিকার ব্যাপারে সচেতন এবং উদ্বুদ্ধ করার পরিকল্পনা রয়েছে।