তাহিরপুরে মানববন্ধনে হামলা, ছাত্রদের ওপর নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, উপজেলা প্রতিনিধি তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশিত: মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২৫ ১০:১২ অপরাহ্ন
তাহিরপুরে মানববন্ধনে হামলা, ছাত্রদের ওপর নির্যাতনের অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে ঘুষ ও দুর্নীতির অভিযোগের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলার শিকার হয়েছেন সচেতন ছাত্র সমাজের সদস্যরা।  


মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ছাত্র সমাজের অভিযোগ, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কিছু সুবিধাভোগী ব্যক্তি সংঘবদ্ধভাবে হামলা চালান। মানববন্ধন শুরুর আগেই তারা ব্যানার ছিনিয়ে নিয়ে এক ছাত্রকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।  


তাহিরপুর উপজেলায় চলতি মৌসুমে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য ৭৬টি প্রকল্পে ১২ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য গঠিত ৪৬টি প্রকল্প কমিটির তালিকা সম্প্রতি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ফেসবুক পেজে প্রকাশিত হয়। তবে প্রকল্প কমিটি গঠন নিয়ে শুরু থেকেই ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছে।  


পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেন জানান, ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু প্রকল্পের কাজও চলমান রয়েছে। তবে ছাত্র সমাজের অভিযোগ, প্রকৃত কৃষকদের বাদ দিয়ে ঘুষের বিনিময়ে প্রকল্প কমিটি গঠন করা হয়েছে।  


মানববন্ধন আয়োজকরা জানান, হাওরের প্রকল্পে বরাদ্দ লুটপাটের প্রতিবাদে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসন ও পাউবোর সুবিধাভোগীরা তাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই হামলা চালান। এক ছাত্রকে মারধর করার পাশাপাশি ব্যানার ছিনিয়ে নেওয়া হয়।  


তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে হামলা বা ব্যানার ছিনিয়ে নেওয়ার বিষয়ে তার কোনো তথ্য নেই। তিনি জানান, এটি ছাত্রদল ও বিএনপির কিছু নেতাকর্মীর মধ্যকার বিষয় হতে পারে।  


উল্লেখ্য, হাওর অঞ্চলে বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণের গুরুত্ব অপরিসীম। তবে দুর্নীতি ও অনিয়মের কারণে স্থানীয় কৃষকরা প্রায়ই ক্ষতির মুখে পড়েন। ছাত্র সমাজের এই আন্দোলন হাওরের প্রকৃত চিত্র তুলে ধরতে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানাতে উদ্যোগী হয়েছে।