মালয়েশিয়ায় দুটি রাজ্যে অভিবাসন বিভাগের অভিযান চালিয়ে ১৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৬ জন বাংলাদেশি নাগরিকও রয়েছে। শুক্রবার রাত ১১টায় সেলাঙ্গর রাজ্যের আমপাংয়ের একটি শপিং সেন্টারে সমন্বিত অপ কুটিপ অভিযান চালানো হয়। ওই অভিযানে ৯২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। একই দিনে জোহর রাজ্যের বিভিন্ন স্থান থেকেও ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
সেলাঙ্গর রাজ্যের জেআইএম (মালয়েশিয়া অভিবাসন বিভাগ) পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে জানান, আটককৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন। এসব দেশের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, মিয়ানমার, অস্ট্রেলিয়া, ভারত, ফিলিপাইনসহ ইউরোপীয় ও আফ্রিকান দেশগুলোর নাগরিক রয়েছে।
আটককৃতদের মধ্যে ৩১ জন ইন্দোনেশিয়ার, ১৬ জন বাংলাদেশি, ১০ জন আফগানিস্তানের, ৮ জন পাকিস্তানি, ৪ জন নেপালি, ৪ জন থাই, ৩ জন মিয়ানমারের, ৩ জন অস্ট্রেলিয়ান, ৩ জন ভারতীয়, ২ জন ফিলিপাইনের এবং ৮ জন ইউরোপীয় ও আফ্রিকান দেশের নাগরিক অন্তর্ভুক্ত।
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের সমন্বয়ে অভিযান পরিচালনা করে আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুসারে আরও তদন্ত করা হচ্ছে।
এদিকে, জোহর রাজ্য থেকে আরও ৪৬ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। ১৭ থেকে ৫৩ বছর বয়সী এই আটককৃতরা রাজ্যের বিভিন্ন শ্রমিকদের ডরমিটরিতে কাজ করছিলেন। অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস জানান, মুয়ার, সেগামাট, মেরসিং ও বাতু পাহাতে বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই মালয়েশিয়া তাদের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে। ৩ রাজ্যে অভিযান চালিয়ে আরও ২৮৪ জনকে আটক করা হয়। এভাবে অভিযানের পর থেকে দেশটির বিভিন্ন শহরে অবৈধ অভিবাসীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত মালয়েশিয়া অভিবাসন বিভাগের অভিযানে মোট ৪২২ জন অবৈধ অভিবাসী আটক হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।