সা'দ পন্থীদের বিচারের দাবিতে জুবায়ের পন্থীরা আশুলিয়া থানায়

নিজস্ব প্রতিবেদক
নেছার উদ্দিন খান, স্টাফ রিপোর্টার, সাভার:
প্রকাশিত: সোমবার ২৩শে ডিসেম্বর ২০২৪ ০৭:১৬ অপরাহ্ন
সা'দ পন্থীদের বিচারের দাবিতে জুবায়ের পন্থীরা আশুলিয়া থানায়

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত ঘটনায় জড়িত সা'দ পন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে আশুলিয়া থানায় একটি স্মারক লিপি প্রদান করেছে জুবায়ের পন্থীরা।


সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানা উলামা পরিষদের সভাপতি ইলিয়াস কাশেমীর নেতৃত্বে এ স্মারক লিপি প্রদান করা হয়।


এ সময় আশুলিয়া থানা উলামা পরিষদ ও সর্বস্তরের তাওহীদী জনতার ব্যানারে থানার প্রধান ফটকের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 


আশুলিয়া থানা উলামা পরিষদের যুগ্ম- সাধারণ সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম বাহার ও সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান জামিলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি ইলিয়াস কাশেমী, সিনিয়র সহ-সভাপতি মওলানা আতাউল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুফতি হাবিবুল্লাহ আশরাফ সহ আরও অনেকে।


এ সময় বক্তারা বলেন, টঙ্গী ইজতেমার মাঠে ঘুমন্ত অবস্থায় তাবলীগ নামধারী বিপথগামী পথভ্রষ্ট উগ্রবাদী সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত চার জনকে হত্যা করে। এছাড়াও অসংখ্য শান্তিপ্রিয় সাধারণ মুসল্লী, ওলামাগণ নৃশংস হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে সাদপন্থিদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরে তারা উপস্থিত সবাইকে আইন নিজের হাতে তুলে নেয়া থেকে বিরত থাকাসহ ঐক্যবধ্যভাবে শান্তি বজায় রাখতে আহ্বান জানান। 


এসময় আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে আগত উলামা পরিষদসহ বিভিন্নস্তরের পাঁচ শতাধিক তাওহীদী জনতা উপস্থিত ছিলেন।