এনআইডির তথ্য বেহাত, সম্পর্ক ছিন্ন করল ইসি

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার ২২শে ডিসেম্বর ২০২৪ ০৬:৪৪ অপরাহ্ন
এনআইডির তথ্য বেহাত, সম্পর্ক ছিন্ন করল ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সংক্রান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি, সংস্থাটিকে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ জানানো হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) এনআইডি’র মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।


মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশনের অধীন এনআইডি তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে বিসিসি অন্যতম। ২০২২ সালের ৪ অক্টোবর এনআইডি তথ্য যাচাই সেবার জন্য নির্বাচন কমিশন ও বিসিসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, বিসিসি এনআইডি’র তথ্য অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সত্তা বা পক্ষকে প্রদান বা হস্তান্তর করতে পারবে না। তবে বিসিসি এই শর্ত লঙ্ঘন করেছে বলে নির্বাচন কমিশন অভিযোগ করেছে।


চলতি বছরের ৩ সেপ্টেম্বর বিসিসির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে তারা জবাব দেওয়া থেকে বিরত থাকে। পরবর্তীতে গত ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হলে যে জবাব দেওয়া হয় তা কমিশনের কাছে সন্তোষজনক মনে হয়নি।


চুক্তির শর্ত ভঙ্গ ছাড়াও নির্ধারিত ফি/চার্জসমূহ পরিশোধে ব্যর্থ হওয়ায় বিসিসির সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি বাতিলযোগ্য বলে গণ্য হয়। এ কারণে কমিশন চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং বিসিসিকে দেওয়া এপিআই (API) সংযোগ বিচ্ছিন্ন করে।



বিসিসির সঙ্গে চুক্তি বাতিলের ফলে এনআইডি তথ্য যাচাই সেবায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান থেকে সেবাগ্রহণ প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং এই সেবা আরো সুষ্ঠুভাবে পরিচালনা করতে তারা বিকল্প পরিকল্পনা গ্রহণ করছে।


এ বিষয়ে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, “আমরা চাই তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষা বজায় রাখতে। যেসব প্রতিষ্ঠান এই শর্ত লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


উল্লেখ্য, বর্তমানে ১৮৩টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের এনআইডি তথ্য যাচাই সেবা গ্রহণ করছে। কমিশন সেবার সুষ্ঠু ব্যবস্থাপনায় নতুন চুক্তি প্রণয়নের উদ্যোগ নিচ্ছে।